meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: বাঁহাতি কুরানের মোকাবিলায় নেটে অর্জুন তেন্ডুলকরের বোলিংয়ে অনুশীলন ভারতীয় ব্যাটসম্যানদের

Followers

বাঁহাতি কুরানের মোকাবিলায় নেটে অর্জুন তেন্ডুলকরের বোলিংয়ে অনুশীলন ভারতীয় ব্যাটসম্যানদের

<strong>লন্ডন:</strong> ভারতীয় দলের নেটে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের বোলিং করার ঘটনা নতুন কিছু নয়। আসলে বিপক্ষ দলের স্ট্রাইক বোলারকে মোকাবিলার প্রস্তুতি হিসেবে অর্জুনকে ব্যবহার করছেন ভারতীয় দলের অধিনায়ক। ইংল্যান্ড সফরে এলেই সচিন তেন্ডুলকরের ছেলেকে ভারতীয় দলের নেটে দেখা যায়। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি, গতমাসে একদিনের সিরিজের আগে অর্জুনকে কোহলিদের নেটে দেখা গিয়েছিল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের আগেও একই ঘটনা দেখা গেল। এবার অবশ্য ভারতীয় দলেরই অর্জুনকে প্রয়োজন ছিল। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে নেটে অর্জুনের বলে অনুশীলন করলেন কোহলি, মুরলী বিজয়, কে এল রাহুল ও আজিঙ্কা রাহানেরা। এক কারণ, ইংল্যান্ডের তরুণ বোলার স্যাম কুরান। ভারতের ১৮ সদস্যের স্কোয়াডে কোনও বাঁহাতি বোলার নেই। তাই টিম ম্যানেজমেন্ট সচিনের ছেলের বাঁহাতি বোলিংয়ে পুরোদমে অনুশীলনের সিদ্ধান্ত নেয়। চলতি সিরিজে দুই দলের একমাত্র বাঁহাতি বোলার কুরান। প্রথম টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের বারেবারেই নাজেহাল করেছেন তিনি। বার্মিহামে ভারতের প্রথম ইনিংসে ৮ রানের ব্যবধানে তিনটি উইকেট দখল করেন কুরান। তাঁর শিকার হয়েছিলেন মুরলী বিজয়, রাহুল ও ধবন। সারের ২০ বছরের অলরাউন্ডারের লেট সুইংয়ে বিভ্রান্ত হয়ে আউট হন তাঁরা। এমনকি কোহলিকেও তাঁর বলের লাইনে বেশ কয়েকবার ধোঁয়াশায় পড়তে দেখা গিয়েছিল। কুরানের এই বোলিংয়ের পর ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক কুরানের লেট সুইং মোকাবিলার ছক কষছে। লর্ডসের পরিবেশে বাঁহাতি বোলিংয়ের অ্যাঙ্গলে আরও বেশি সুইং হতে পারে। তাই বিনা প্রস্তুতিতে মাঠে নামতে চায় না টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বিশেষ নির্দেশ মেনে অর্জুন নেটে ব্যাটসম্যানদের বোলিং করলেন। অর্জুন একজন উঠতি ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যানদের ভেতরে ঢুকে আসা বল কুরান যে রকম রপ্ত করেছেন তাতে অর্জুন এখনও সড়গড় নন। তবে লাল বল কোথায় করতে হবে, তার একটা স্বচ্ছ ধারণা তাঁর রয়েছে। সম্প্রতি ভারতের অনূর্দ্ধ ১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে বলের নিয়ন্ত্রণের জন্য নজর কেড়েছেন অর্জুন। যদিও তাঁর ওই প্রথম আন্তর্জাতিক সফরে খুব বেশি উইকেট পাননি তিনি। দুটি চার দিনের টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

from home https://ift.tt/2vRVkSK

No comments:

Post a Comment

Please let me know