meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী হরিবংশ সিংহ

Followers

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী হরিবংশ সিংহ

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা ভোটের আগে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীকে জিতিয়ে এনে বিরোধী জোটে বড়সড় ধাক্কা দিল বিজেপি। এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিংহ ১২৫টি ভোট পেয়েছেন, বিরোধী প্রার্থী কংগ্রেসের বি কে হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট। রাজ্যসভায় এই মুহূর্তে সাংসদ সংখ্যা ২৪৪, ভোটাভুটিতে যোগ দেন ২৩০ জন। ভোট দেননি ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি ও পিডিপির সাংসদরা। এনডিএ প্রার্থী হরিবংশ ১১৫ ম্যাজিক সংখ্যার থেকে ২০ ভোট বেশি পেয়েছেন। ১৯৭৭ থেকে টানা কংগ্রেস প্রার্থীই রাজ্যসভার এই ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত  হয়ে আসছিলেন। এই প্রেক্ষিতে এনডিএ প্রার্থীর জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরিবংশের জয়ে সবথেকে বড় অবদান বিজেডির। যাবতীয় মতপার্থক্য সরিয়ে রেখে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছে তারা। ভোটাভুটির পর কংগ্রেস অভিনন্দন জানায় হরিবংশ সিংহকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ তুলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রাক্তন সাংবাদিক হরিবংশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরিও করেছেন। এরপর ফের সাংবাদিকতায় ফেরেন তিনি। ২০১৪ সালে জেডিইউ তাঁকে রাজ্যসভায় নিয়ে আসে।  

from home https://ift.tt/2OW2232

No comments:

Post a Comment

Please let me know