meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য কোহলি ও মীরাবাই চানুর নাম সুপারিশ

Followers

রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য কোহলি ও মীরাবাই চানুর নাম সুপারিশ

<strong>নয়াদিল্লি:</strong>  রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বিশ্বচ্যাম্পিয়ন ভারত্তোলক মীরাবাই চানুর নাম।  ক্রীড়ামন্ত্রক এই সুপারিশ গ্রহণ করলে সচিন তেন্ডুলকর (১৯৯৭) এবং মহেন্দ্র সিংহ ধোনি (২০০৭)-র পর তৃতীয় ক্রিকেটার হিসেবে দেশের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ এই সম্মান পাবেন কোহলি। জানা গেছে, ভারতের প্রথমসারির ব্যাটমিন্টন খেলোয়াড় কিদম্বি শ্রীকান্ত গত বছরের সুপার সিরিজে দুরন্ত পারফরম্যান্সের জন্য রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষপর্যন্ত ৪৮ কেজি বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন ২৪ বছরের চানুর নাম পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে আইসিসি ক্রমতালিকায় সেরা ব্যাটসম্যান কোহলি গত তিন বছর ধরেই দুরন্ত ফর্মে রয়েছেন। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত হয়েছিল। গত তিন বছর ধরে বিসিসিআই কোহলিকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে। ২০১৬-তে রিও অলিম্পিকে দুরন্ত পারফরম্যান্সের জন্য সাক্ষী মালিক, পিভি সিন্ধু এবং দীপা কর্মকারকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। গত বছর খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ভারতের হকি দলের প্রাক্তন অধিনায়ক সর্দার সিংহ এবং প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়াকে। কোহলি আগেই অবশ্য পদ্মশ্রী পুরস্কার (২০১৭) পেয়েছেন। অর্জুন পুরস্কারের জন্য যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন নীরজ চোপড়া (অ্যাথলিট), জিনসন জনসন (অ্যাথলিট), হিমা দাস (অ্যাথলিট), এন সিক্কি রেড্ডি (ব্যাডমিন্টন), সতীশ কুমার (বক্সিং), স্মৃতি মন্ধানা (ক্রিকেট), শুভঙ্কর শর্মা (গলফ), মনপ্রিত সিংহ (হকি), সবিতা (হকি), রবি রাঠোর (পোলো), রাহি সারনোবত (শ্যুটিং), অঙ্কুর মিত্তাল (শ্যুটিং), শ্রেয়শী সিংহ (শ্যুটিং), মনিকা বাত্রা (টেবিল টেনিস), জি সাথিয়ান (টেবিল টেনিস), রোহন বোপান্না (টেনিস), সুমিত (কুস্তি), পূজা কাদিয়ান (য়ুশু), অঙ্কুর ধামা (প্যারা অ্যাথটেলিক্স), মনোজ সরকার (প্যারা ব্যাডমিন্টন)।  

from home https://ift.tt/2MG4IiK

No comments:

Post a Comment

Please let me know