meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: এশিয়া কাপ: এই দুই সমস্যার সমাধান বিশ্বকাপের আগে খুঁজতে হবে টিম ইন্ডিয়াকে

Followers

এশিয়া কাপ: এই দুই সমস্যার সমাধান বিশ্বকাপের আগে খুঁজতে হবে টিম ইন্ডিয়াকে

<strong>দুবাই:</strong> আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপের আসর বসতে চলেছে। বাকি আর মাত্র ৮ মাস। ভারতীয় দল কিন্তু এখনও মিডল অর্ডারের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেনি। ২০১৫-র বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়া বহু পরীক্ষানিরীক্ষা করেছে, কিন্তু সাফল্য অধরাই রয়ে গিয়েছে। আগামীকাল মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে অভিযান শুরু করছে। টুর্নামেন্টের শুরু থেকেই টিম ইন্ডিয়াকে চার ও ছয় নম্বরে ব্যাট করার মতো উপযুক্ত ব্যাটসম্যানের সন্ধান পেতে হবে। মঙ্গলবার হংকং এবং পরের দিন বুধবার ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আসলে চার ও ছয় নম্বরে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের সন্ধানের ক্ষেত্রে গত এক বছরে কয়েকজন খেলোয়াড়ের চোট-আঘাত সমস্যাকে আরও বাড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছেন। কিন্তু তাঁদের বদলে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা তা কাজে লাগাতে পারেননি। মিডল অর্ডারে কোনও নির্ভরযোগ্য ব্যাটসম্যান না থাকার সমস্যা সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে ভারতকে ভুগিয়েছে। মিডল অর্ডারে ভরসা দেওয়ার মতো ব্যাটসম্যান না থাকাতেই ভারতকে একদিনের সিরিজ হারতে হয়েছে বলে মনে করা হচ্ছে। পাঁচ নম্বরে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ওপর মাত্রাতিরিক্ত চাপ এসে যাচ্ছে, যা তাঁর ব্যাটিংয়েও প্রভাব ফেলছে। এশিয়া কাপ শুরুর আগে দলের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন যে, মিডল অর্ডারে পাকা জায়গা করে নেওয়ার লড়াই মূলত মণীষ পান্ডে, কেদার যাদব ও অম্বাতি রায়ডুর মধ্যে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দলে না থাকায় তিন নম্বর ব্যাটসম্যানের জায়গাও এশিয়া কাপে ফাঁকা। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে রোহিত বলেছেন, কয়েকটি জায়গা ফাঁকা রয়েছে। যেমন, তিন, চার ও ছয় নম্বর। ওই জায়গাগুলির ওপর কেদার, মণীষ ও রায়ডুর নজর থাকবে। এই টুর্নামেন্টে আমরা যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। এই টুর্নামেন্টেই আমাদের চার ও ছয় নম্বর ব্যাটসম্যানকে বেছে নিতে হবে। রোহিতের কথায় ইঙ্গিত মিলেছে যে, ধোনি পাঁচ নম্বরেই ব্যাটিং করবেন। রায়ডু ইয়ো ইয়ো টেস্ট পাশ করে দলে ফিরেছেন। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে এসেছেন কেদার। রোহিত বলেছেন, ওরা দলের গুরুত্বপূর্ণ সদস্য।রায়ডু প্রথমে ইংল্যান্ডগামী দলে ছিল। কেদারও চোট পাওয়ার আগে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। দুর্ভাগ্যবশত ওরা বিগত কিছুদিন ধরে খেলতে পারেনি। তবে ওরা যে দলে ফিরে এসেছে, এটা খুবই খুশির বিষয়। আশা করছি, ওরা ভারতের ম্যাচ উইনারের ভূমিকা নেবে। দুবাই প্রচণ্ড গরম। এই অবস্থায় জোরে বোলারদের রোটেট করা হবে কিনা, তা খোলসা করেননি রোহিত। তিনি বলেছেন, যে ভালো খেলবে, তাকে বেশি সুযোগ দেওয়া হবে। রোহিত বলেছেন, আমি বিষয়টি নিয়ে ভেবে দেখিনি। আমরা দেখতে চাই যে, ভিন্ন পরিস্থিতিতে প্রত্যেক খেলোয়াড় কেমন খেলছে। আমরা যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। কিন্তু ধারাবাহিকভাবে যারা ভালো খেলবে, তাদের বেশি সুযোগ দেওয়া হবে। অধিনায়ক হিসেবে রোহিতের এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট। বিষয়টি তিনি খুবই উত্সাহিত। সেই সঙ্গে কিছুটা নার্ভাস লাগছে বলেও জানিয়েছেন তিনি।

from home https://ift.tt/2xqpcGH

No comments:

Post a Comment

Please let me know