<strong>পটনা</strong>: ভোটপ্রচারের কৌশল ও পরিকল্পনা তৈরি করার জন্য বিখ্যাত প্রশান্ত কিশোর এবার পুরোদস্তুর রাজনীতিবিদ বনে গেলেন। তিনি আজ যোগ দিলেন নীতীশ কুমারের দল জেডিইউ-তে। আজ বিহারের পটনায় জেডিইউ-এর রাজ্য কর্মসমিতির বৈঠক ছিল। সেখানেই নীতীশের উপস্থিতিতে তাঁর দলে যোগ দেন কিশোর। তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতার পদ পাবেন বলে জানা গিয়েছে। তিনি ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিহারে বিজেপি-র সঙ্গে জেডিইউ-এর আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে পারেন। তিনি নির্বাচনে প্রার্থীও হতে পারেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির প্রতিষ্ঠাতা কিশোর ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর বিজেপি শিবির ছাড়েন। ২০১৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে জেডিইউ, আরজেডি ও কংগ্রেসের জোটের জয়ের জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়। এ মাসের ১০ তারিখ তিনি জানান, কোনও রাজনৈতিক দলের হয়ে আর প্রচার করবেন না। সেই ঘোষণা অনুযায়ীই এবার তিনি সরাসরি রাজনীতিতে যোগ দিলেন। ১৯৭৭ সালে বিহারের বক্সার জেলায় জন্ম হয় কিশোরের। তাঁর বাবা শ্রীকান্ত পাণ্ডে চিকিৎসক। তিনি বক্সারের মেডিক্যাল সুপার ছিলেন। হায়দরাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন কিশোর। পড়াশোনা শেষ করার পর তিনি ইউনিসেফে যোগ দেন। ২০১১ সালে তিনি দেশে ফেরেন। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়েই তাঁর হয়ে প্রচারের কাজ শুরু করে দেন। পরবর্তীকালেও মোদীর বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানের পরিকল্পনা করেন কিশোর।
from home https://ift.tt/2CXSu5s
No comments:
Post a Comment
Please let me know