লন্ডন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি নীরব মোদীর বিরুদ্ধে ভারত সরকারের কাছ থেকে প্রমাণ চাইল ইংল্যান্ড। ১৩,০০০ কোটি টাকার এই জালিয়াতি মামলা সংক্রান্ত বহু তথ্য ও নথি ইতিমধ্যেই ইংল্যান্ডে পাঠিয়ে দিল্লি হিরে ব্যবসায়ী নীরব মোদীর প্রত্যর্পণ চেয়েছে। কিন্তু লন্ডন এ ব্যাপারে আরও তথ্যপ্রমাণ চায়। ইংল্যান্ড ১৮টি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ভারত সরকারের কাছে। ৩টি শর্তও রেখেছে তারা। লন্ডনের প্রশ্ন, যে সব তথ্য ভারত সরকার দিয়েছে তাতে দেখা যাচ্ছে, আন্ডারটেকিংয়ের জাল চিঠি ইস্যু করা হয় ২০১৭-র ফেব্রুয়ারি থেকে সে বছরেরই মে মাসের মধ্যে ও এ বছরের জানুয়ারিতে। তাহলে জালিয়াতির সময়সীমা কী। এছাড়া লন্ডনে নীরব মোদীর সম্পত্তির সম্পূর্ণ খতিয়ানও চেয়ে পাঠিয়েছে তারা। ভারত সরকার এই সব তথ্য পাঠালে তা ইংল্যান্ডে গা ঢাকা দেওয়া নীরব মোদীর হাতে তুলে দেবে লন্ডন। দিল্লির আশঙ্কা, এই অতিরিক্ত সময়ে নীরব মোদী তাঁর আত্মপক্ষ সমর্থনে জরুরি তথ্যাবলী জোগাড় করে নেবেন। লন্ডনের এই আচরণের ফলে নীরব মোদীকে বাড়তি সুবিধে দেওয়া হল বলে তারা মনে করছে।
from home https://ift.tt/2OuXLTu
No comments:
Post a Comment
Please let me know