নয়াদিল্লি: আজ সংসদের বাদল অধিবেশনের শেষ দিন। আর আজই রাজ্যসভায় তিন তালাক বিলটি পেশ করতে চলেছে কেন্দ্র। এই বিলের বিরোধী দলগুলি এ নিয়ে রাজ্যসভায় তুলকালাম করতে পারে। উল্টোদিকে বিজেপিও তৈরি। সব সাংসদকে হাজির থাকতে হুইপ জারি করেছে তারা। সরকারপক্ষের সংখ্যাগরিষ্ঠতার জেরে লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়ে যাওয়া বিলটি রাজ্যসভার সবুজ সংকেতের অপেক্ষায় পড়ে রয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী সরকার এই বিলে আনা তিনটি সংশোধনী মেনে নিয়েছে। প্রথমটি হল, তিন তালাকের শিকার মহিলা বা তাঁর রক্তের সম্পর্কের কোনও আত্মীয় অথবা শ্বশুরবাড়ির সম্পর্কের কেউ এবার থেকে এই মামলায় এফআইআর দায়ের করতে পারবেন। প্রতিবেশী বা অন্য কেউ তা পারবেন না। দ্বিতীয়টিতে বলা হয়েছে, স্বামী স্ত্রী যদি ম্যাজিস্ট্রেটের সামনে মিটমাট করে নিতে আগ্রহী হন তো ম্যাজিস্ট্রেট সেই আর্জি মানতে পারেন। জরিমানার পরিমাণও নির্ধারণ করবেন তিনি। তৃতীয়ত, তিন তালাকে অভিযুক্তর স্ত্রীর বয়ান শুনে ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিতে পারেন, থানার সেই অধিকার থাকবে না। গত বছর অগাস্টে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ তিন তালাককে অসাংবিধানিক ও বেআইনি আখ্যা দেয়। কেন্দ্রকে এর বিরুদ্ধে আইনও তৈরি করতে বলে তারা।
from home https://ift.tt/2MhDPFE
No comments:
Post a Comment
Please let me know