অটো দৌরাত্ম্যের বিরুদ্ধে কড়া রাজ্য। কমপ্লেন বক্সে লিখিত নালিশ দিলেই অভিযুক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্রেতা সুরক্ষা দফতর, প্রতিশ্রুতি সাধন পাণ্ডের। মন্ত্রীর আশ্বাস, প্রথমে উল্টোডাঙা ও পরে গড়িয়াহাট ও সল্টলেক করুণাময়ীতেও ধাপে ধাপে কমপ্লেন বক্স চালু করা হবে। পাশাপাশি, রাস্তায় যত্রতত্র অটো স্ট্যান্ড তৈরি নিয়েও হুঁশিয়ারি দেন মন্ত্রী। লাগামছাড়া ভাড়া, যাত্রী প্রত্যাখ্যানসহ একাধিক অভিযোগে ৬ অগাস্ট, উল্টোডাঙা মোড়ে পথ অবরোধ করেন যাত্রীরা। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন অবরোধকারীরা। এর প্রেক্ষিতেই আজ উল্টোডাঙা মোড়ে পথসভা করেন সাধন পাণ্ডে। অন্যদিকে, আজই দুপুর ১টায় আরটিওদের সঙ্গে বৈঠক পুলিশের।
from home https://ift.tt/2Maai1p
No comments:
Post a Comment
Please let me know