কর্মরত চিকিৎসকদের উচ্চশিক্ষার জন্য ২ সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ রাজ্যকে। বহাল থাকবে স্যাটের ট্রাইব্যুনালের নির্দেশ, দিতে হবে সরকারি অনুদান। নির্দেশ হাইকোর্টের। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিবছর কর্মরত চিকিৎসকদের ১০ শতাংশকে উচ্চশিক্ষার জন্য ছাড়ে রাজ্য সরকার। দেওয়া হয় সরকারি অনুদান। এবছরও প্রায় ৬০০ জনকে নীট-পিজি প্রবেশিকায় বসার অনুমতি দেয় রাজ্য। অভিযোগ, পাস করার পরেও স্পনসরশিপ দিচ্ছে না রাজ্য সরকার। ১০৫ জনকে স্পনসরশিপ না দেওয়ায় স্যাটে মামলা করেন চিকিৎসকরা। এরপরই রাজ্যকে অনুদান দেওয়ার নির্দেশ দেয় স্যাট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আসে রাজ্য সরকার। তার প্রেক্ষিতেই বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ আজ স্যাটের নির্দেশ বহাল রাখে।
from home https://ift.tt/2KJFFud
No comments:
Post a Comment
Please let me know