<strong>লন্ডন:</strong> ৩৬ টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু এই প্রথম ইনিংসের ব্যবধানে হারের সম্মুখীন হতে হল তাঁর নেতৃত্বাধীন দলকে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই ইনিংস ও ১৫৯ রানে হারতে হয়েছে ভারতকে। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। সেই অর্থে আড়াই দিনে লজ্জার হারের মুখে পড়তে হয়েছে ভারতকে। দ্বিতীয় দিন খেলা শুরুর পর ৩৫.২ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে ৪৭ ওভারে মাত্র ১৩০ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। হারের পর কোহলি বলেছেন, দল বাছাইয়ে ভুল ছিল। ভারতীয় ব্যাটসম্যানরা যে পিচে সুইং সামলাতে হিমশিম খেয়েছেন সেই পিচেই ইংল্যান্ডে প্রথম ইনিংসে ৩৯৬ রান তুলে ডিক্লেয়ার করে। দুই স্পিনারকে নিয়ে নেমেছিল ভারত। তাঁরা দুজনেই বল হাতে সফল হতে পারেননি। কুলদীপ সাকুল্যে হাত ঘুরিয়েছেন ১০ ওভার। আর অশ্বিন ১৭ ওভারে ৬৮ রান দিয়েছেন। বৃষ্টি হওয়ার পরও ভারত যেভাবে দুই স্পিনারকে দলে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের পর কোহলি বলেছেন, হারের পর মনে হচ্ছে দল গঠনে ভুল হয়েছিল। আমরা কিছুটা আগেই দল বেছে নিয়েছিলাম। তার ফল ভুগতে হল। কোহলি বলেছেন, গত পাঁচ ম্যাচের মধ্যে এটাই সবচেয়ে জঘন্য হার। এই টেস্টে যে ভাবে আমরা খেলেছি তাতে হারই প্রাপ্য ছিল। ইংল্যান্ড দলের প্রশংসাও করেছেন কোহলি। তিনি বলেছেন, ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে ওদের বোলাররাও দলের জন্য রান করতে আগ্রহী ছিল। আগামী টেস্টে প্রত্যাবর্তনের লক্ষ্যে দল মাঠে নামবে বলেও জানিয়েছেন কোহলি।
from home https://ift.tt/2MJx4tv
No comments:
Post a Comment
Please let me know