meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: টিম ইন্ডিয়ায় গ্রুপ ফটোতে ছবি: নিয়ম লঙ্ঘন হয়নি, দাবি করে অনুষ্কা বললেন, ট্রোলিংয়ের জবাব দিই না

Followers

টিম ইন্ডিয়ায় গ্রুপ ফটোতে ছবি: নিয়ম লঙ্ঘন হয়নি, দাবি করে অনুষ্কা বললেন, ট্রোলিংয়ের জবাব দিই না

মুম্বই: ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট টিমের সদস্যদের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কেন টিম ইন্ডিয়ায় গ্রুপ ফটোয় তিনি থাকবেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁকে ট্রোলও করেছেন কেউ কেউ। এবার এ নিয়ে মুখ খুললেন অনুষ্কা শর্মা। তিনি অবশ্য বিতর্কে জড়াতে চান না, ট্রোলিংয়ের জবাব দেবেন বা বলে জানিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রীর দাবি, টিম ইন্ডিয়ার গ্রুপ ফটোয় তাঁর উপস্থিতিতে কোনও নিয়ম লঙ্ঘন হয়নি। ‘সুই-ধাগা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ৩০ বছর বয়সি অভিনেত্রী সাংবাদিকদের বলেছেন, যার যা সাফাই দেওয়ার কথা ছিল, দিয়েছেন। এটা ট্রোলিং। আমি ট্রোলের জবাব দিই না, গুরুত্ব দিই না ওসবে। যা হয়েছে, গাইডলাইনের পরিধির ভিতরেই হয়েছে। যা হবে, তাও হবে গাইডলাইনের মধ্যেই। এটা কোনও আলোচনার বিষয়বস্তুই নয়। লন্ডনে ভারতীয় হাইকমিশনারের অফিসে অনু্ষ্ঠিত সরকারি ডিনারে তোলা টিম ইন্ডিয়ার গ্রুপ ছবিতে সামনের সারিতেই বিরাট, অনুষ্কা রয়েছেন। সেই ছবি নিজেদের ট্যুইটার হ্যান্ডলে শেয়ার করে অনলাইনে তোপের মুখে পড়ে বিসিসিআই-ও। টিম ইন্ডিয়া কর্তৃপক্ষ অন্য ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীদেরও বিরাট, অনুষ্কার মতো ডিনারে আমন্ত্রণ না জানিয়ে ঠিক করেনি, নিয়ম ভেঙেছে। পরে বিসিসিআই সূত্রে বলা হয়, অনুষ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন হাইকমিশনার ও তাঁর স্ত্রী, অনুষ্কার উপস্থিতি গাইডলাইনের মধ্যেই ছিল।

from home https://ift.tt/2w1IUYF

No comments:

Post a Comment

Please let me know