বিদার (কর্নাটক): রাফালে যুদ্ধবিমান ডিল নিয়ে লাগাতার মোদী সরকারকে আক্রমণ করে চলেছে কংগ্রেস। কেন্দ্র রাফালে ইস্যুতে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়েছে বলে তাদের অভিযোগ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাফালে বিতর্কে সরাসরি বিতর্কে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাহুল গাঁধী। সোমবার উত্তর কর্নাটকে জনধ্বনি অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি বলেন, রাফালে ডিল নিয়ে নরেন্দ্র মোদী আর আমার বিতর্ক হোক। আমি টানা কয়েক ঘন্টা বলে যাব। ‘চৌকিদারই ভাগীদার’ মন্তব্য করে প্রধানমন্ত্রী করদাতাদের অর্থ ‘চুরি করে’ তাঁর সেই ‘বন্ধু’কে দিয়েছেন, যাঁর কোম্পানি রাফালে ডিলে একটি বরাত বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন রাহুল। কংগ্রেস সভাপতি তাঁর ভাষণের বেশিরভাগটাই খরচ করেন মোদীকে আক্রমণে। উনি তো দেশের নন, ১৫ জন সুপার ধনী ব্যবসায়ীর প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন। গত বছরের সেপ্টেম্বরে ভারত ও ফ্রান্সের মধ্যে সরকারি স্তরে চুক্তি স্বাক্ষরিত হয় ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার, দাম পড়বে প্রায় ৫৮০০০ কোটি টাকা। দেশে একের পর এক ধর্ষণের প্রসঙ্গ এনেও রাহুল বলেন, প্রধানমন্ত্রী বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান দিয়েছেন, কিন্তু কাদের হাত থেকে বাঁচাবেন, তা বলেননি। উত্তরপ্রদেশে ধর্ষণ হয়েই চলেছে। বিজেপি নেতা ধরা পড়েছেন। বিহারে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হলে বিজেপি নেতাদের নাম জড়াচ্ছে। যদিও তা নিয়ে কোনও কথা নেই প্রধানমন্ত্রীর মুখে।
from home https://ift.tt/2w3LD3F
No comments:
Post a Comment
Please let me know