কেরলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রবল বৃষ্টি ও তার জেরে ধসের কারণে ইতিমধ্যেই ৪৪ জনের মৃত্যু হয়েছে। রানওয়েতে প্রচুর জল জমায় শনিবার পর্যন্ত বন্ধ কোচি বিমানবন্দর। পেরিয়ার নদীর তীরেই এই বিমানবন্দর। এদিকে, এখনও জলমগ্ন কেরলের বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার ওপর দিয়ে বিভিন্ন নদীতে জল বইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইদুক্কি জলাধারের ইদামালায়ার ও চেরুথোনি বাঁধ খুলে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সেনা। বহু মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, কর্ণাটকেও বিপদসীমার ওপর দিয়ে বইছে ভদ্রা নদী। প্লাবিত জনপদ। শিমোগা এলাকায় বহু বাড়িতে দল ঢুকে গিয়েছে।
from home https://ift.tt/2nHni02
No comments:
Post a Comment
Please let me know