meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ধাক্কা খেল আম আদমি পার্টি, দল ছাড়লেন আশুতোষ, ইস্তফা গ্রহণ করব না, দাবি কেজরীবালের

Followers

ধাক্কা খেল আম আদমি পার্টি, দল ছাড়লেন আশুতোষ, ইস্তফা গ্রহণ করব না, দাবি কেজরীবালের

<strong>নয়াদিল্লি :</strong> বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। দলের সঙ্গে সম্পর্ক চোকালেন আশুতোষ।সাংবাদিকতার পেশা ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন তিনি। দল থেকে তাঁর পদত্যাগপত্র আশুতোষ আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের কাছে পাঠিয়ে দিয়েছেন। আশুতোষ ট্যুইট করে তাঁর দল থেকে ইস্তফার কথা জানিয়েছেন। আশুতোষ ট্যুইটে লিখেছেন, 'সব যাত্রারই সমাপ্তি রয়েছে। আম আদমি পার্টির সঙ্গে সুন্দর ও বৈপ্লবিক সম্পর্ক শেষ হল। আমি দল থেকে ইস্তফা দিলাম। সেই ইস্তফা গ্রহণের জন্য আমি পিএসি-র কাছে আর্জি জানাচ্ছি। একান্ত ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। দল এবং যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি'। কেজরীবাল অবশ্য পাল্টা ট্যুইট করে জানিয়েছেন, তাঁরা ইস্তফা গ্রহণ করবেন না। <code></code> <blockquote class="twitter-tweet" data-lang="en"> <p dir="ltr" lang="en">Every journey has an end. My association with AAP which was beautiful/revolutionary has also an end.I have resigned from the PARTY/requested PAC to accept the same. It is purely from a very very personal reason.Thanks to party/all of them who supported me Throughout.Thanks.</p> — ashutosh (@ashutosh83B) <a href="https://twitter.com/ashutosh83B/status/1029595813628919808?ref_src=twsrc%5Etfw">August 15, 2018</a></blockquote> উল্লেখ্য, বিগত কিছুদিন দলে আশুতোষ কোণঠাসা হয়ে পড়েছিলেন। আম আদমি পার্টিতে তাঁর সক্রিয়তা খুব একটা দেখা যায়নি। বিভিন্ন ইস্যুতে দলের মতামত তুলে ধরতেন তিনি। কিন্তু বিগত কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে সরব হতে দেখা যায়নি। কিছুদিন আগে কেজরীবাল যখনও তাঁর সঙ্গীদের নিয়ে উপরাজ্যপালের বাসভবনে ধর্ণায় বসেছিলেন, তখন দিল্লিতেই ছিলেন আশুতোষ। কিন্ত ওই ঘটনা নিয়ে তিনি কোনও বিবৃতি দেননি। ওই সময়ই খবর রটেছিল যে, আশুতোষ দল ছেড়েছেন। কিন্তু তখন সেই খবর অস্বীকার করেন তিনি। ২০১৪-তে আম আদমি পার্টির হয়ে দিল্লির চাঁদনি চক থেকে লোকসভা ভোটে লড়েছিলেন আশুতোষ। কিন্তু বিজেপি প্রার্থী হর্ষবর্ধনের কাছে হেরে যান তিনি। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">How can we ever accept ur resignation?<br><br>ना, इस जनम में तो नहीं। <a href="https://t.co/r7Y3tTcIOZ">https://t.co/r7Y3tTcIOZ</a></p>— Arvind Kejriwal (@ArvindKejriwal) <a href="https://twitter.com/ArvindKejriwal/status/1029637026390450176?ref_src=twsrc%5Etfw">August 15, 2018</a></blockquote> </code>

from home https://ift.tt/2nDKHzh

No comments:

Post a Comment

Please let me know