মুম্বই: মহারাষ্ট্রে জলগাঁও পুরভোটে শিবসেনাকে চূর্ণ করল বিজেপি। সেখানে ৭৫টির মধ্যে ৫৭টি আসনে জয় হয়েছে পদ্মফুলের। কেন্দ্রে ও মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা পরস্পরের জোটসঙ্গী। জলগাঁও পুরসভা বহু বছর ধরে শাসন করে আসা স্থানীয় স্তরে শক্তিশালী নেতা সুরেশ জৈনের খান্ডেশ বিকাশ আগাধি মাত্র ১৩টি আসন পেয়েছে। স্থানীয় সংগঠন খান্ডেশ বিকাশ আগাধি এবার শিবসেনার প্রতীকে ভোটে লড়েছিল। জলগাঁও পুরসভায় ৩৬টি আসন ছিল তাদের। আসাদুদ্দিন ওয়েইসির এআইএমআইএম তিনটি আসন পেয়েছে। নির্দলরা জয়ী হয়েছে দুটি আসনে। এনসিপি-র জলগাঁও পুরসভায় ১১জন প্রতিনিধি ছিলেন। এবার তারা কোনও আসন পায়নি। কংগ্রেস ফের, এবার নিয়ে দ্বিতীয়বার খাতা খুলতে পারেনি। সাঙ্গলি-মিরাজ-কুপওয়ার পুরসভাতে ৭৮টি আসনের মধ্যে ৪১টিতে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় এল তারা। কংগ্রেস মাত্র ২০টি আসন জিতেছে। তাদের সঙ্গী এনসিপি পেয়েছে ১৫টি আসন। ২টি আসনে জয়ী অন্যরা। এই পুরসভায় এর আগে একটিও আসন ছিল না বিজেপির।
from home https://ift.tt/2LPZVzB
No comments:
Post a Comment
Please let me know