পেশোয়ার: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাওয়ার মুখে তাঁকে ৭ আগস্ট তলব করল পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। ৭২ ঘন্টার বেশি সরকারি হেলিকপ্টার ব্যবহার করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগ উঠেছে তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। ২০১৩ থেকে খাইবার পাখতুনখাওয়ায় সরকার চালাচ্ছে ইমরানের দল। ইমরানের বিরুদ্ধে সরকারি হেলিকপ্টার ব্যবহার করে ২.১৭ মিলিয়ন টাকা লোকসানের অভিযোগের তদন্ত করছে ব্যুরো। ইমরানকে জেরা ও তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য ৭ আগস্ট তলব করা হয়েছে। ইমরান অবশ্য আগেই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। ইমরানকে গত ১৮ জুলাই সমন পাঠানো হয়েছিল। তবে নির্বাচনের উল্লেখ করে তিনি হাজিরা দিতে পারেননি। তাঁর আইনজীবী ব্যুরোকে চিঠি দিয়ে ভোট চুকে যাওয়ার পর শুনানির দিন ধার্য করার আবেদন করেন। এই মামলায় ইতিমধ্যেই বক্তব্য রেকর্ড করিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইমরানের দলের পারভেজ খট্টক ও চার শীর্ষ আমলা।
from home https://ift.tt/2ADXcnP
No comments:
Post a Comment
Please let me know