<strong>নটিংহ্যাম</strong>: প্রথম দিন বড় রানের আশা জাগালেও, দ্বিতীয় দিনের শুরুতেই সেই আশায় জল ঢেলে দিলেন ভারতের ব্যাটসম্যানরা। মাত্র ২২ রানেই শেষ চার উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। একটি উইকেট আদিল রশিদের। ভারতের হয়ে সর্বোচ্চ রান যথারীতি অধিনায়ক বিরাট কোহলির (৯৭)। দ্বিতীয় সর্বোচ্চ সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের (৮১)। এছাড়া আর কোনও ব্যাটসম্যানই দলকে ভরসা দিতে পারেননি। গতকাল দিনের শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩০৭। ক্রিজে ছিলেন টেস্ট অভিষেক হওয়া ঋষভ পন্থ। আজ দিনের পঞ্চম ওভারেই তিনি ২৪ রান করে আউট হয়ে যান। এক ওভার পরেই ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন (১৪)। পরের ওভারে পরপর দু’বলে মহম্মদ শামি (৩) ও জসপ্রীত বুমরাহকে (০) আউট করে ভারতীয় ইনিংসে যবনিকা টেনে দেন অ্যান্ডারসন। তিনি দ্বিতীয় ইনিংসে প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করবেন।
from home https://ift.tt/2BpemFZ
No comments:
Post a Comment
Please let me know