ফ্রডস্টার রোমানিয়ান গ্যাংয়ের ২ জনের গ্রেফতারির পরেও কলকাতায় সক্রিয় এটিএম প্রতারণা চক্র! এবার জালে মুম্বইয়ের গ্যাংয়ের ৩। ধৃতদের নাম সুধীর রঞ্জন, রোহিত নায়ার এবং সইদ সায়েদ। ধৃতদের থেকে স্কিমার, ল্যাপটপ, ক্যামেরা ও বিভিন্ন গ্রাহকের প্রচুর নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃত ৩ জনের ২১শে অগষ্ট পর্যন্ত পুলিশ হেফজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। ধৃতদের ৩ জনের মধ্যে ২ জন ইঞ্জিনিয়ারিং ছাত্র। সূত্রের খবর, গতকাল রাতে এলগিন রোডে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একটি এটিএম থেকে গ্রাহকদের তথ্য হাতাতে স্কিমার বসাতে যায় ৩ যুবক। একজন এটিএমের ভিতরে ঢোকে, বাইরে দাঁড়িয়ে নজর রাখছিল ২ জন। নিরাপত্তারক্ষী ও এক হকারের তৎপরতায় ধরা পড়ে যায় একজন। কিন্তু, পালিয়ে যায় তার ২ সাগরেদ। জেরা করে জানা যায়, পলাতক ২ জনেরও বাড়ি মুম্বই। সিআইটি রোড থেকে তাঁদের একজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, পুলিশের চোখে ধুলো দিতে নিউ মার্কেটে একটি পার্লারে ঢুকে দাঁড়ি-গোঁফ কামিয়ে ভোল বদলে ফেলে আরেকজন।এরপর অনন্ত চৌহান নামে ভুয়ো পরিচয়ে বিমানের একটি টিকিটও কাটে। কিন্তু, বিমানে চেপে পালানোর আগেই ধরা পড়ে লালবাজারের গুণ্ডাদমন শাখার জালে। তার ৬ ফুটের উচ্চতাই পুলিশকে চিহ্নিত করতে সাহায্য করে। সূত্রের খবর, শুধু এলগিন রোড নয়, এর আগে কসবার একটি এটিএমেও স্কিমার বসানোয় জড়িত মুম্বইয়ের এই গ্যাং। শুধু তাই নয়, পুলিশ সূত্রে দাবি, নিউ মার্কেটে আইসিআইসিআই-এর একটি এটিএম থেকেও ১০০ গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়। মহারাষ্ট্র ও দিল্লিতেও একই কায়দায় প্রতারণার অভিযোগ রয়েছে এই ৩ জনের বিরুদ্ধে।
from home https://ift.tt/2ANjO5k
No comments:
Post a Comment
Please let me know