<p>পেটে ঢুকে রয়েছে তিন-তিনটি লোহার রড।</p> <p>এই ছবি দেখে শিউরে উঠেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিত্সকরাও। বছর ৪২-এর উদয় সর্দার। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়।</p> <p>স্থানীয় সূত্রে খবর, বারুইপুর থানার চম্পাহাটি এলাকায় একটি বাড়ি তৈরির কাজ চলছে। সেখানেই কাজ করছিলেন পেশায় নির্মাণ শ্রমিক উদয়। আচমকা বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন কংক্রিটের অর্ধসমাপ্ত পিলারের ওপর। ফলে সঙ্গে সঙ্গে পেটে গেঁথে যায় তিনটি লোহার রড।</p> <p> </p> <p>পেটে রড ঢোকা অবস্থাতেই অন্যান্যরা তাঁকে প্রথমে নিয়ে যান বারুইপুর মহকুমা হাসপাতালে।</p> <p> অবস্থার অবনতি হলে বারুপুর হাসপাতাল থেকে উদয়কে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। </p> <p> </p> <p> </p>
from home https://ift.tt/2vua1fr
No comments:
Post a Comment
Please let me know