meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ভাগবতের ৩ দিনের ভাষণ সিরিজে রাহুলকে আমন্ত্রণ জানাতে পারে আরএসএস, ইয়েচুরিকেও ডাকার ভাবনা

Followers

ভাগবতের ৩ দিনের ভাষণ সিরিজে রাহুলকে আমন্ত্রণ জানাতে পারে আরএসএস, ইয়েচুরিকেও ডাকার ভাবনা

নয়াদিল্লি: রাহুল গাঁধীকে তিনদিনের লেকচার সিরিজে আমন্ত্রণ জানাতে পারে আরএসএস। আগামী মাসে হবে এই কর্মসূচি। সেখানে বলবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। বিষয়-ভারতের ভবিষ্যত্, আরএসএসের দৃষ্টিভঙ্গি। আরএসএসের একটি সূত্রের বক্তব্য, বিভিন্ন চিন্তাভাবনা, মতামতের লোকজনকে আমন্ত্রণ জানাতে চান তাঁরা। আমন্ত্রিতদের তালিকা তৈরি হচ্ছে, ডাকা হতে পারে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও। ঘটনা হল, আজই কংগ্রেস সভাপতিকে সঙ্ঘ আক্রমণ করেছে তিনি বিদেশ সফরে তাদের মিশরের মৌলবাদী ইসলামি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করায়। আর সেদিনই তাঁকে ভাগবতের ভাষণ শোনার জন্য ডাকার ইঙ্গিত দিল তারা। সঙ্ঘের প্রচার প্রমুখ অরুণ কুমার বলেন, এই প্রথম সঙ্ঘ তাদের প্রধান ভাগবতের তিনদিনের লেকচার সিরিজের আয়োজন করছে। সেখানে তিনি ভাষণ দেওয়ার পাশাপাশি বাছাই করা কিছু নামী মানুষের সঙ্গে মতামত বিনিময়ও করবেন। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর বিজ্ঞান ভবনে হবে ওই অনুষ্ঠান। দেশের নানা এলাকার লোকজন আরএসএস সম্পর্কে জানতে চাইছেন, তার সঙ্গে যুক্ত হতে চাইছেন বলে জানান কুমার। বলেন, সরসঙ্ঘচালক মোহন ভাগবতজী সমসাময়িক জাতীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ের ওপর সঙ্ঘের মতামত পেশ করবেন, এই প্রেক্ষিতেই লেকচার সিরিজের উদ্যোগ।

from home https://ift.tt/2PbMXtv

No comments:

Post a Comment

Please let me know