<strong>বেঙ্গালুরু</strong>: এবারের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। তাঁর এই ঘোষণাকে বাস্তবায়িত করার কাজে এবার যুক্ত হচ্ছে বিমানবাহিনীও। আজ এমনই জানিয়েছেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এর আগে মহাকাশচারীদের বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিন। এবার আমরা যুক্ত হব। আমি নিশ্চিত, আমরা খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারব।’ এ বিষয়ে ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনের কমান্ডান্ট এয়ার কমোডোর অনুপম অগ্রবাল বলেছেন, ‘মহাকাশচারীদের বাছাই করার জন্য আমাদের ১২ থেকে ১৪ মাস লাগবে। মহাশূন্যে যাওয়ার জন্য মহাকাশচারীদের তৈরি করা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। খুঁটিনাটি সব বিষয়েই নজর রাখতে হবে। কারণ, শারীরিক ও মানসিক বিষয়ে সামান্যতম বদলের ফলেই সমস্যা হতে পারে। ভারতই একমাত্র দেশ হিসেবে প্রথম মহাকাশ অভিযানে কোনও প্রাণীর বদলে মানুষ পাঠাতে চলেছে। অন্য দেশগুলি কোনও প্রাণীকে মহাকাশে পাঠিয়েছিল, যারা কিছু না শিখেই ফিরে আসে।’
from home https://ift.tt/2NdPBCq
No comments:
Post a Comment
Please let me know