<p style="text-align: justify;"><strong>কোরবা(ছত্তিশগড়):</strong> চোখের সামনে কিশোরী বান্ধবীকে গণধর্ষণের শিকার হতে দেখে সহ্য না করতে পেরে অপমানে আত্মঘাতী প্রেমিক। ঘটনাটি ছত্তিশগড়ের। গত ১ সেপ্টেম্বর কোরবা জেলার অন্তর্গত কাঠঘোড়া পুলিশ স্টেশন এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। ২১ বছরের যুবক সবন সাই-এর আত্মহত্যার কারণ খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত করতে ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করতেই ধর্ষণের বিষয়টি সামনে আসে। ১৭ বছরের ওই কিশোরী জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর বিকেলে সে স্কুলের কাছে দাঁড়িয়ে সাই-এর সঙ্গে কথা বলছিল। সেই সময় ২ পরিচিত যুবক এসে সাই-কে প্রথমে বেদম মারধর করে। এরপর, প্রেমিকের চোখের সামনেই তাকে গণধর্ষণ করে ২ জন সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সাই জানতে পারে যে, অভিযুক্তরা, গোটা ঘটনার কথা গ্রামের অন্য যুবকদের কাছে ফাঁস করে দিয়েছে। এতে লজ্জায় অপমানিত হয়ে বাড়ি ফিরে আত্মঘাতী হন সাই। কিশোরীর বয়ানের ভিত্তিতে ঈশ্বর দাস ও খেম কুওয়ার নামে ২ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।</p>
from home https://ift.tt/2CUYf3V
No comments:
Post a Comment
Please let me know