meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ১৫ দফা দাবিতে বাম কৃষক, শ্রমিক সংগঠনগুলির ডাকে আজ সংসদ অভিযান

Followers

১৫ দফা দাবিতে বাম কৃষক, শ্রমিক সংগঠনগুলির ডাকে আজ সংসদ অভিযান

<strong>নয়াদিল্লি</strong>: কিষাণ সভা, সর্বভারতীয় কৃষি শ্রমিক ইউনিয়ন ও সিটু-র ডাকে আজ কৃষক ও শ্রমিকদের সংসদ অভিযান। পার্লামেন্ট স্ট্রিট থেকে যন্তরমন্তর পর্যন্ত যাবে মিছিল। নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন কয়েক হাজার কৃষক ও শ্রমিক। শ্রম আইনের উপযুক্ত রূপায়ণ, ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করা, কর্মসংস্থান বৃদ্ধি, এক কোটি অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের স্বীকৃতি সহ ১৫ দফা দাবিতে হবে এই মিছিল। কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেছেন, ‘সরকারের নীতি কৃষক, কৃষির সঙ্গে যুক্ত কর্মী ও শ্রমিকদের স্বার্থ-বিরোধী। এই সরকারের নীতি শিল্পপতিদের স্বার্থের পক্ষে, মানুষের জন্য নয়। এই প্রথম আমরা যৌথভাবে আমাদের সবার শত্রুর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাবি, সরকারের নীতি বদল করতে হবে।’ সিটু-র সাধারণ সম্পাদক তপন সেন জানিয়েছেন, অনেক শ্রমিক, কর্মী ও শিক্ষকদের সংগঠন এই মিছিলকে সমর্থন জানিয়েছে। সংসদে মিছিল পৌঁছনোর পর পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করা হবে।

from home https://ift.tt/2LZDljh

No comments:

Post a Comment

Please let me know