কলকাতা: ফের কলকাতায় সেতু বিপর্যয়!!!! পোস্তার ভয়াবহ স্মৃতি ফিরল মাঝেরহাটে!!!!!!! দিনের ব্যস্ত সময়ে যানবাহন-সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ!!! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ জোরাল শব্দে কেঁপে ওঠে এলাকা! গিয়ে দেখা যায় উধাও ব্রিজের মাঝের অংশ!!!!! বেশ কিছুটা অংশ পড়ে আছে খালের জলের ওপর!!!! আর ভেঙে পড়া ব্রিজের যে রাস্তা সেখানে ছড়িয়ে ছিটিয়ে রক্তাক্ত দেহ!!!!দোমড়ানো, মোচড়ানো বহু গাড়ি, বাস, বাইক!!!! মাঝেরহাট ব্রিজের পাশেই মেট্রোর কাজ চলছে। ব্রিজটি ভেঙে পড়ার পর মেট্রো প্রকল্পের শ্রমিকরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান।খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-দমকল....একে একে যান পুলিশ কমিশনার....মেয়র.....রাজ্য পুলিশের ডিজি....তখনও বোঝা যাচ্ছিল না, ভেঙে পড়া ব্রিজের নিচে ঠিক কত জন মানুষ চাপা পড়ে আছেন!!!! ব্রিজের নিচে মেট্রোর শ্রমিকদের একটি ঘর থাকায় বাড়তে থাকে উদ্বেগ!!! আনা হয় দমকলের বিশেষ ল্যাডার। নিয়ে আসা হয় হাইড্রোলিক ক্রেন.....গ্যাস কাটার....পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, যে প্রাথমিকভাবে পুলিশ কমিশনার-সহ পুলিশের পদস্থ আধিকারিকরা উদ্ধারে হাত লাগান...হাতে হাত মিলিয়ে কংক্রিটের চাঁই সরাতে শুরু করেন তাঁরা। উদ্ধারে সামিল হয় সেনাবাহিনীও। আহতদের কয়েকজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে....কয়েকজনকে সিএমআরআইতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শীলপাড়ার যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । আহত ১৯। হতাহত বাড়ার আশঙ্কা। # মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার খবর পেয়েই উত্তরবঙ্গ সফর ছেঁটে আগামীকালই কলকাতা ফিরে আসছেন। # দিনের ব্যস্ত সময়ে ভয়াবহ দুর্ঘটনা। পোস্তার স্মৃতি ফিরল শহরে। রেললাইনের ওপর ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। অসংখ্য মানুষের মৃত্যুর আশঙ্কা। উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। দুর্ঘটনাটি ঘটে আজ বিকেল পাঁচটা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আচমকা হুড়মুড়িয়ে ধসে যায় সেতুর একটি অংশ। সেই সময় সেতুর ওপর দিয়ে যাতায়াত করছিল অসংখ্য যানবাহন। সে সব নিয়েই ভেঙে পড়ে ব্রিজটি। ধ্বংসস্তূপের মধ্যে ঢাকা পড়ে যায় বহু গাড়ি ও মানুষ। ভাঙা অংশের ওপর বিপজ্জনক ভাবে আটকে পড়ে বেশ কিছু গাড়ি। সেতুর নীচ দিয়েই গিয়েছে শিয়ালদা-মাঝেরহাট রেললাইন। পাশাপাশি, চক্ররেলেরও কিছু ট্রেনও যাতায়াত করে সেতুর নীচ দিয়ে। সেই রেল লাইনের ওপরই ভেঙে পড়েছে তারাতলা থেকে মোমিনপুর সংযোগকারী সেতুটি। <iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://ift.tt/2NODmZg" width="631" height="381" scrolling="no"></iframe> ফের কলকাতার বুকে ব্রিজ-বিপর্যয়। এবার দিনেদুপুরে হুড়মুড়িয়ে ভাঙল মাঝেরহাট ব্রিজের একাংশ। এই ঘটনা কলকাতাবাসীকে মনে করিয়ে দিয়েছে দু’বছর আগের পোস্তার ঘটনা। ২০১৬ সালের ৩১ মার্চ দুপুর ১২.২৫-এ ভেঙে পড়ে পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে উড়ালপুল ভেঙে পড়ার সেই ছবি। মুহূর্তের মধ্যে উড়ালপুলের নীচে চাপা পড়ে যায় গাড়ি ও তার আরোহীরা। চোখের নিমেশে ধুলোর ভরে যায় এলাকা। চারিদিকে তখন শুধুই আর্তনাদ, হাহাকার।মৃত্যু হয় ২৭ জনের। ঘটনায় দায় কার, তা নিয়ে বিস্তর চাপানউতোর বাধে। বিধানসভা ভোটের আগে সেই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। দু’বছর পরও বিপর্যয়ের সাক্ষী হয়ে পোস্তায় দাঁড়িয়ে রয়েছে ভেঙে পড়া উড়ালপুলের বাকি অংশ। কলকাতার বুকে সেই ক্ষত শুকনোর আগেই তৈরি হল আরেক ক্ষত। পোস্তার পর মাঝেরহাট।
from home https://ift.tt/2oF6RBO
No comments:
Post a Comment
Please let me know