<strong>লন্ডন</strong>: জীবনের প্রথম টেস্ট ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করলেন হনুমা বিহারী। তিনি ৫৬ রান করলেন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করলেন রবীন্দ্র জাডেজাও। এই বাঁ হাতি ব্যাটসম্যান ৮৬ রানে অপরাজিত থাকেন। ভারতীয় দল ২৯২ রানে অলআউট হয়ে গেল। ফলে ভারতের চেয়ে ৪০ রানে এগিয়ে ইংল্যান্ড। এখনও এই টেস্টে প্রায় আড়াই দিন বাকি। ফলে কোনও একটি দলের জয়ের সম্ভাবনা যথেষ্ট। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের রান ছিল ৬ উইকেটে ১৭৪। গতকাল যেভাবে শেষ করেছিলেন, আজ সেভাবেই খেলা শুরু করেন বিহারী ও জাডেজা। ১০৪ বলে ৬টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূরণ করেন বিহারী। জাডেজাও ১১টি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস ও মইন আলি দু’টি করে উইকেট নেন। স্টুয়ার্ট ব্রড, স্যাম কুরান ও রশিদ আলি একটি করে উইকেট নেন।
from home https://ift.tt/2oS4Diu
No comments:
Post a Comment
Please let me know