meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: পিএনবি প্রতারণাকাণ্ড: নীবর মোদীর বোন পূরবীর নামে রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের

Followers

পিএনবি প্রতারণাকাণ্ড: নীবর মোদীর বোন পূরবীর নামে রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> সাড়ে ১২ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণাকাণ্ডে এবার পলাতক প্রধান অভিযুক্ত নীরব মোদীর বোন বেলজিয়ামের নাগরিক পূরবী মোদীর নামে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। নোটিসে বলা হয়েছে, ৪৪ বছরের পূরবী দীপক মোদীর বিরুদ্ধে আর্থিক তছরুপের একাধিক অভিযোগ রয়েছে। এই নোটিস আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সামিল বলা যেতে পারে। মূলত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধে পূরবীর বিরুদ্ধে এই রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। নোটিসে ইন্টারপোলের তরফে বলা হয়েছে-- পূরবী ইংরেজি, গুজরাতি ও হিন্দি বলতে পারেন। কেন্দ্রীয় আ্রধিকারিকরা জানান, পিএনবি তদন্তে পূরবীকে জেরা করতে চায় ইডি। এই মামলায় মার্চ মাসে ইডি যে প্রথম চার্জশিট জমা করেছিল, তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পূরবীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুম্বইতে পিএনবি-র ব্র্যাডি হাউস ব্রাঞ্চে আর্থিক তছরুপ করেছেন। এখানে বলে রাখা প্রয়োজন, ইন্টারপোলের এই নোটিস জারির ফলে, ১৯০টি দেশের পুলিশ নীরবকে খুঁজে বার করে গ্রেফতার করতে পারবে। সম্প্রতি, নীরব মোদীর সংস্থার সিইও মিহির বনশালীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। তাঁর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়। তার আগে নীরবের বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করা হয়। উভয় ক্ষেত্রেই ইন্টারপোলকে অনুরোধ করেছিল ইডি। </p>

from home https://ift.tt/2MYQBKl

No comments:

Post a Comment

Please let me know