<strong>জাকার্তা</strong>: স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। খোরপোশ হিসেবে ১০,৫০০ মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাগ মেটানোর জন্য এই অর্থের গোটাটাই কয়েনের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইন্দোনেশিয়ার এক সরকারি আধিকারিক। তিনি ৮৯০ কিলো কয়েন নিয়ে আদালতে হাজির হন। এই বিষয়টি নিয়ে দু’পক্ষের আইনজীবীর মধ্যে শুরু হয় বচসা। শেষপর্যন্ত বিচারপতি আদালতের কর্মীদের এই অর্থ গণনা করার নির্দেশ দেওয়ায় বিবাদ মেটে। সুশীলারাতো নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর আর্থিক অবস্থা ভাল নয়। সেই কারণে দীর্ঘদিন ধরে প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দিতে পারছিলেন না। শেষপর্যন্ত বন্ধু ও পরিবারের লোকজনের কাছ থেকে টাকা ধার নিতে বাধ্য হন তিনি। সেই কারণেই কয়েনের মাধ্যমে খোরপোশ দিতে হয়েছে। স্ত্রীকে অপমান করা বা সমস্যায় ফেলা তাঁর উদ্দেশ্য ছিল না। সুশীলারাতো স্ত্রীর আইনজীবী অবশ্য এই দাবি মানতে নারাজ।
from home https://ift.tt/2Lp6R1D
No comments:
Post a Comment
Please let me know