নয়াদিল্লি: চলতি বছরের জুন পর্যন্ত গত ১০ মাসে দেশে প্রায় ১ কোটি ২০ লক্ষ কাজ তৈরি হয়েছে বলে দাবি করা হল সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিসের (সিএসও) এক রিপোর্টে। সিএসও-র কর্মসংস্থানের হাল সংক্রান্ত এই রিপোর্ট তৈরি হয়েছে চাকরি থেকে অবসর নেওয়াদের ফান্ড চালানো সংস্থা ইপিএফও, এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স স্কিম (ইএসআইসি) ও এনপিএসে সদস্য হিসাবে নতুন নাম লেখানো লোকজনের সংখ্যার ভিত্তিতে। রিপোর্টে রয়েছে, ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০১৮-র জুনের মধ্যে ইএসআইসি-র স্বাস্থ্য বিমা স্কিম এমল্পয়িজ স্টেট ইনসিওরেন্স (ইএসআই)-এ নতুন নাম তুলেছেন ১ কোটি ১৯ লক্ষ ৬৬ হাজার ১২৬ জন। সবচেয়ে বেশি নাম নথিভুক্তি হয়েছে এ বছরের মে মাসে, ১৩ লক্ষ ১৮ হাজার ৩৯৫ জন। পাশাপাশি ইপিএফও-তে নতুন সদস্য হিসাবে সামিল হয়েছেন ১ কোটি ৭ লক্ষ ৫৪ হাজার ৩৪৮ জন। আবার দশ মাসে সদস্যপদ শেষ হয়েছে ৬০ লক্ষ ৪০ হাজার ৬১৬ জনের। আবার এই সময়কালের মধ্যে এনপিএস-এ নতুন গ্রাহক হিসাবে ঢুকেছেন আনুমানিক ৬ লক্ষ ১০ হাজার ৫৭৩ জন। সিএসওএ বলেছে, এই রিপোর্টে ফর্ম্যাল সেক্টরে কর্মসংস্থানের স্তর সম্পর্কে ভিন্ন মতামত, দৃষ্টিভঙ্গি রয়েছে, সামগ্রিক ছবিটা দেখানো হয়নি। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ফর্ম্যাল সেক্টরে কর্মসংস্থান বিষয়ক পরিসংখ্যান, তথ্যের প্রথম তালিকাটি বের করেছিল গত এপ্রিলে। ইপিএফও, ইএসআইসি ও এনপিএস, এই তিনটি বড় স্কিমের সুবিধাপ্রাপ্ত গ্রাহকদের সংখ্যা বিষয়ক তথ্য ব্যবহার করে তারা।
from home https://ift.tt/2NfIB3K
No comments:
Post a Comment
Please let me know