মুম্বই: শহিদ পরিবারগুলিকে ১ কোটি ও কৃষকদের ঋণ মকুব করে দিতে তিনি দেড় কোটি টাকা দেবেন বলে জানালেন অমিতাভ বচ্চন। বিগ বি আজ সাংবাদিকদের বলেন, গতকালই সরকারের কাছ থেকে ৪৪ জন শহিদের পরিবারের তালিকা পেয়েছি। ওদের জন্য ১ কোটি টাকার ১১২টি ডিমান্ড ড্রাফট তৈরি করা হয়েছে। সরকারি নিয়ম অনুসারে এই অর্থের ৬০ শতাংশ শহিদের স্ত্রী, ২০ শতাংশ তার বাবা, ২০ শতাংশ মা পাবেন। এই নিয়ম মেনে ৪৪টি পরিবারের মধ্যে ওই অর্থ বন্টন করেছি। অনেক বছর আগে ভাইজ্যাগে শ্যুটিংয়ের ফাঁকে পড়েছিলাম, চাষিরা কেউ ১৫০০০, কেউ ২০০০০ বা ৩০০০০ টাকা লোন নিয়ে শোধ করতে না পেরে আত্মহত্যা করছেন। ফিরে এসে ৪০-৫০টা কৃষক পরিবারকে লোনের অর্থ দিই। এবার ২০০টি কৃষক পরিবারকে ১.২৫ কোটি টাকা দেব। ব্যাঙ্ক থেকে ২০০টি লোনের তালিকা পেয়েছি। সেটা আমি শোধ করে দিচ্ছি। অমিতাভ দেশের কৃষকদের কষ্টে বিচলিত বলেও জানান। বলেন, কৃষক আত্মহত্যার খবরে সবসময়ই কষ্ট পাই।
from home https://ift.tt/2NtSEm9
No comments:
Post a Comment
Please let me know