<strong>লন্ডন</strong>: লর্ডসে শতরান করে ব্যাট তোলা ছোটবেলার স্বপ্ন ছিল। সেটা গতকাল পূরণ হয়েছে। এমনই বলছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন তিনি ১২০ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসের পর তিনি বলেছেন, ‘লর্ডসে আমি ব্যাট তুলব আর সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেবে, এই স্বপ্ন ছোটবেলা থেকেই দেখতাম। কিন্তু এখন এটা অবিশ্বাস্য মনে হচ্ছে।’ বেন স্টোকসের বদলে এই টেস্টে খেলার সুযোগ পেয়েছেন ওকস। এই সুযোগ তিনি দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সাফল্য পেয়েছেন। প্রথমে ভারতের অধিনায়ক বিরাট কোহলির উইকেট নেওয়ার পর অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে কোণঠাসা করে দিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি বাবা হয়েছেন তিনি। তবে শতরান করার পর সন্তানের জন্য কোনওরকম উচ্ছ্বাস দেখাননি তিনি। সতীর্থরা এ বিষয়ে প্রশ্ন করেন। তবে ওকস জানিয়েছেন, তাঁর মাথায় কিছু ছিল না। তিনি আরও বলেছেন, ৯০ রান করার পর স্নায়ুর চাপে ভুগছিলেন। সেই সময় জনি বেয়ারস্টো তাঁকে শান্ত করেন।
from home https://ift.tt/2OxFPqZ
No comments:
Post a Comment
Please let me know