নয়াদিল্লি: ইমরান খানের শপথ অনুষ্ঠানে থাকতে চান বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রয়োজনীয় অনুমতি চেয়ে আবেদন করেছেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু। ১৮ আগস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ইমরান তাঁর শপথ অনুষ্ঠানে ডেকেছেন তাঁকে। কিন্তু প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটারের প্রতিবেশী রাষ্ট্রে যাওয়ার ইচ্ছা নিয়ে আপত্তি তুলেছে শিবসেনা। কেন্দ্রের শাসক জোটের শরিক দলের অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউতের পরামর্শ, পাকিস্তান যাওয়ার আগে সিধুর উচিত সীমান্তে শহিদ জওয়ানদের পরিবারের কাছে যাওয়া। তিনি বলেন, সবার আগে ওঁর যাওয়া দরকার শহিদ মেজর কৌস্তভ রানের বাড়িতে, ওনার পরিবার, স্ত্রী, বাচ্চাকাচ্চাদের সঙ্গে দেখা করা। ওঁদের কথা খেয়াল রাখলে ইমরান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা হতো না সিধুর। ইমরান আমন্ত্রণ পাঠানোর পাশাপাশি গতকাল নাকি সিধুকে ফোন করেও আমন্ত্রণ জানান। সিধু আগেই ইমরানের আমন্ত্রণ স্বীকার করে বলেছেন, ওর মতো লোক প্রধানমন্ত্রী হলে ভারত, পাকিস্তান সম্পর্কের উন্নতি হবে। ১৮ আগস্ট ইসলামাবাদে শপথ ইমরানের।
from home https://ift.tt/2w38pZp
No comments:
Post a Comment
Please let me know