নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকের ছায়া দেশে। এনডিএ সরকার, শাসক দল সহ বিরোধী রাজনৈতিক মহলেও বাজপেয়ীর মৃত্যুর খবরে বিষাদের পরিবেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজপেয়ীর জীবনাবসানের কয়েক মিনিটের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। নানা আবেগের স্রোত ঢেউ তুলছে আমার ভিতরে। একটা যুগের অবসান হল ওনার চলে যাওয়ায়। উনি বেঁচেছিলেন দেশের জন্য, দশকের পর দশক নিষ্ঠা ভরে দেশসেবা করে গিয়েছেন। অটলজীর দৃষ্টান্তমূলক নেতৃত্বই ২১ শতকের সমৃদ্ধ ও সার্বিক ভারতের ভিত গড়ে দিয়েছে বলেও অভিমত জানিয়েছেন মোদী। গতকাল রাত থেকে বেশ কয়েকবার এইমসে গিয়ে বাজপেয়ীর স্বাস্থ্যের খোঁজখবর করেছেন প্রধানমন্ত্রী। ভারত তার মহান সন্তানকে হারাল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে অগনিত মানুষ ভালবাসতেন, শ্রদ্ধা করতেন। বললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Today India lost a great son. Former PM, Atal Bihari Vajpayee ji, was loved and respected by millions. My condolences to his family & all his admirers. We will miss him. <a href="https://twitter.com/hashtag/AtalBihariVajpayee?src=hash&ref_src=twsrc%5Etfw">#AtalBihariVajpayee</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1030068745413292034?ref_src=twsrc%5Etfw">August 16, 2018</a></blockquote> </code> তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ দুপুরে নয়াদিল্লি চলে আসেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তিনি ট্যুইট করেছেন, এক বিরাট মাপের মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী আর আমাদের মধ্যে নেই। খুবই মর্মাহত আমি। ওনার চলে যাওয়া আমাদের দেশের কাছে এক বিরাট ক্ষতি। ওনাকে ঘিরে নানা স্মৃতি, কথা সবসময় মনে থাকবে আমার। ওনার পরিবার ও অসংখ্য গুণমুগ্ধতে আমার শোক, সমবেদনা জানাই। <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Very very saddened that the great statesman and former PM Shri Atal Bihari Vajpayee ji is no more with us. His passing away is a very big loss to our nation. I will always cherish the many fond memories. Condolences to his family and his many admirers</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/1030063971867525120?ref_src=twsrc%5Etfw">August 16, 2018</a></blockquote> </code> বাজপেয়ীর এনডিএ সরকারে রেলমন্ত্রকের ভার সামলেছেন মমতা।
from home https://ift.tt/2BgZGca
No comments:
Post a Comment
Please let me know