<strong>নয়াদিল্লি:</strong> কেরিয়ারের সেরা বোলিং মহম্মদ সিরাজের। তাঁর বিধ্বংসী বোলিংয়ে ভর করে চারদিনের টেস্টে দক্ষিণ আফ্রিকা এ দলকে ইনিংস ও ৩০ রানে হারিয়ে দিল ভারত এ দল। দুই টেস্টের এই সিরিজে ভারত এ ১-০ এগিয়ে গেল। ম্যাচের প্রথম ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সিরাজ। এরপর দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকা এ দলের অর্ধেক ব্যাটসম্যানকে একাই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি। দুই ইনিংসে সব মিলিয়ে ১২৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন হায়দরাবাদের এই পেসার। প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারে এটাই তাঁর সবচেয়ে সেরা বোলিং। দক্ষিণ আফ্রিকা এ প্রথম ইনিংসে ২৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ভারত এ ময়াঙ্ক অগ্রবালের ২২০ এবং পৃথ্বী শ-র ১৩৬ রানের ইনিংসে ভর করে আট উইকেটে ৫৪৮ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ম্যাচের চতুর্থ তথা শেষ দিন দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটসম্যানরা ড্র করার মরিয়া চেষ্টা করেন। কিন্তু একেবারে শেষের দিকে ৩০৮ রানে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। এদিন চার উইকেটে ৯৯ রান নিয়ে খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা এ দল। দুই অপরাজিত ব্যাটসম্যান জুবের হামজা (৬৩), রুডি সেকেন্ড (৯৪) এবং পরে ওয়ার্ন বর্গ (৫০) হার বাঁচাতে লড়াই করেন। হামজা দিনের নবম ওভারে ফিরে যান। এর পর ৫০ ওভার আর কোনও উইকেট পড়েনি তাদের। ওই সময় ম্যাচ ড্র হবে বলে মনে হচ্ছিল। ইনিংসের ৯৯ তম ওভারে বর্গের একাগ্রতা ভেঙে তাঁকে আউট আউট করেন রজণীশ গুরবানি (৪৫ রানে ২ উইকেট)। সেকেন্ডের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১১৯ রান যোগ করে ফিরে যান বর্গ। এরপর লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যান ক্রিজ আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করেন। যজুবেন্দ্র চাহল সেকেন্ডকে শতরান পৌঁছনোর আগেই আউট করেন। খেলার একেবারে শেষ মূহুর্তে অলিভারকে আউট করে দক্ষিণ আফ্রিকা এ দলের ইনিংসে ইতি টেনে দেন সিরাজ।
from home https://ift.tt/2MavPWQ
No comments:
Post a Comment
Please let me know