meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: পরীক্ষার খাতা দেখায় ভুল, ৬৫০০ শিক্ষকের নাম ম্যাগাজিনে ছেপে দেবে গুজরাত সরকার

Followers

পরীক্ষার খাতা দেখায় ভুল, ৬৫০০ শিক্ষকের নাম ম্যাগাজিনে ছেপে দেবে গুজরাত সরকার

আমদাবাদ: গুজরাত সরকার তাদের মাসিক ম্যাগাজিনে প্রায় ৬৫০০ স্কুলশিক্ষকের নাম ছেপে দেবে, যাঁরা বোর্ড পরীক্ষার প্রশ্নের খাতা দেখার সময় ভুল করেছেন। এ বছর মার্চ-এপ্রিলে হওয়া বোর্ড পরীক্ষায় বসা ১০, ১২ ক্লাসের পড়ুয়াদের উত্তরপত্রের মূল্যায়ন করতে বসে তাঁরা একাধিক ভুল করেছেন বলে জানিয়েছেন গুজরাত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্তা। বোর্ড চেয়ারম্যান এ জে শাহ জানান, ১০ ও ১২ ক্লাসের উত্তরপত্র পরীক্ষা করে দেখার ভার ছিল প্রায় ২৫০০০ স্কুল শিক্ষকের ওপর। প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষক মোট নম্বরের যোগফলে ভুলের মতো একটির বেশি ভুল করেছেন। এমনিতে দশম শ্রেণির খাতা দেখায় প্রতিটি ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে ৫০ টাকা, বারো ক্লাসের পরীক্ষার খাতা দেখায় প্রতিটি ভুলের জন্য ১০০ টাকা করে জরিমানা নেয় বোর্ড। এর পাশাপাশি এবার তাদের নাম তাদের মাসিক পত্রিকায় ছাপা হবে। পত্রিকাটি রাজ্যের প্রায় ১৭ হাজার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে যায়। এই পদক্ষপের ফলে শিক্ষকরা খাতা দেখতে গিয়ে ভুলের ব্যাপারে আরও সতর্ক থাকবেন বলে আশা করছি। শাহ বলেন, ২০০২ সালেই গুজরাত শিক্ষা বোর্ডের মাথায় এই ভাবনা আসে, সে সময় সরকারি প্রস্তাবও গৃহীত হয়েছিল। যদিও আমরা কখনও তা কার্যকর করিনি। এবারই বোর্ডের পরীক্ষা সংক্রান্ত কমিটি আমাদের ঘরোয়া ম্যাগাজিনে ভুল করে বসা শিক্ষকদের নাম চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষক ফেডারেশনের সভাপতি পঙ্কজ প্যাটেল এই পদক্ষেপ স্বাগত জানিয়ে বলেছেন, আমরা সেমিনারে শিক্ষকদের পরীক্ষার খাতা দেখার সময় আরও বেশি মনোযোগ দিতে বলি। তবে কিছু শিক্ষক ঠিকমত কাজ করেন না। তাঁদের জন্যই গোটা শিক্ষক সম্প্রদায়ের বদনাম হয়।

from home https://ift.tt/2nh2ufv

No comments:

Post a Comment

Please let me know