meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: মুজফফরপুরের হোমে যৌন নির্যাতনের শিকার হওয়া কারও ছবি দেখানো যাবে না, সংবাদমাধ্যমকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Followers

মুজফফরপুরের হোমে যৌন নির্যাতনের শিকার হওয়া কারও ছবি দেখানো যাবে না, সংবাদমাধ্যমকে নির্দেশ সুপ্রিম কোর্টের

<strong>নয়াদিল্লি</strong>: বিহারের মুজফফরপুরের একটি সরকারি হোমে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হওয়া কারও ছবি দেখানো যাবে না। এমনকী, ছবিতে কোনও বদল করেও দেখানো যাবে না। একইসঙ্গে কারও সাক্ষাৎকারও দেখানো যাবে না বলে জানিয়েছে বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তর বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি এ মাসের ৭ তারিখ। এই মামলায় অ্যামিকাস ক্যুরি হিসেবে কাজ করছেন আইনজীবী অপর্ণা ভট্ট। তিনি মুজফফরপুরের ওই হোমের কোনও আবাসিকের সাক্ষাৎকার দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আদালতে অনুরোধ জানান। এরপর বিচারপতিরা বলেন, ‘রণবিজয় কুমার নামে পটনার এক বাসিন্দা চিঠি লিখে জানিয়েছেন, যৌন নির্যাতনের শিকার হওয়া মেয়েদের বারবার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। মেয়েদের বারবার প্রশ্ন করার ফলে তাদের মানসিক আঘাতের ঘটনা মনে করিয়ে দেওয়া হচ্ছে। তাদের পক্ষে এটা ভাল নয়। আমরা কি মেয়েদের সঙ্গে এরকম ব্যবহারই করছি? এখন সিবিআই এই ঘটনার তদন্ত করছে। এই মেয়েদের কি ক্যামেরার সামনে প্রশ্ন করা হবে? এটা কারও পক্ষেই সহজ নয়।’ বিচারপতি লোকুর আরও বলেছেন, ‘আপনারা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে যেভাবে কথা বলেন, একটি শিশুর সঙ্গে সেভাবে কথা বলেন না। গতকাল আমি একটি ক্লিপ দেখেছি। আপনি ধর্ষণের অভিযোগ করা একজনের সঙ্গে এভাবে কথা বলেন না। কথা বলার বিভিন্ন ধরন আছে।’

from home https://ift.tt/2KmvgV9

No comments:

Post a Comment

Please let me know