<p>পড়ুয়াদের দাবি নিয়ে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করায় বারাসাত সরকারি কলেজের ছাত্রকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের বিরুদ্ধে।ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।</p> <p> </p> <p>পড়ুয়াদের বিভিন্ন দাবি নিয়ে গত সপ্তাহে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্ব দেন বারাসাত সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র। অভিযোগ, সে কারণে তাঁকে মারধর করেন তৃণমূল ছাত্র পরিষদ নেতারা। এমনকি ওই পড়ুয়ার বিরুদ্ধে অধ্যক্ষের কাছে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগও জানানো হয় শাসকদলের ছাত্র সংগঠনের তরফে। গতকাল এনিয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। তাঁর দাবি, থানা থেকে অভিযোগপত্রে লিখে দেওয়া হয়, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মামলা শুরু হবে। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ কমিটিতে আলোচনা হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিক্রিয়া মেলেনি।</p>
from home https://ift.tt/2ODXX32
No comments:
Post a Comment
Please let me know