রাজ্য থেকে বর্ষা এবার বিদায় নিতে পারে বিলম্বে। এখনও রাজস্থান থেকেই শুরু হয়নি বর্ষা বিদায়। ১ সেপ্টেম্বর থেকে রাজস্থানে শুরু হয় বর্ষা বিদায়। দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেয় ১০ অক্টোবর। উত্তরভারতে এখনও আছে বর্ষার দাপট। ফলে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে বিলম্বের সম্ভাবনা। সেপ্টেম্বরে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে ৪৮ শতাংশ বেশি।
from home https://ift.tt/2nKUQgS
No comments:
Post a Comment
Please let me know