মুম্বই: শরীর অসুস্থ। যন্ত্রণায় কাবু শরীর। তবুও কাজ থামাননি তিনি। আগে থেকে কথা দেওয়া কাজ সারছেন সময় মতো। গত রবিবার শুধু নিয়মমাফিক অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি। সে-কথা নিজের ব্লগে জানিয়েছেন তিনি। বয়সটা ৭৬ হলেও, এখনও এতটাই কর্মনিষ্ঠ অমিতাভ বচ্চন। হাজারো ব্যস্ততার মাঝেও সপ্তাহান্তে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
from home http://bit.ly/2HkrDkk
No comments:
Post a Comment
Please let me know