meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: গুজরাতের বিধায়কদের মাস মাইনে বাড়ল, কত জানেন? ৪৫,০০০

Followers

গুজরাতের বিধায়কদের মাস মাইনে বাড়ল, কত জানেন? ৪৫,০০০

গাঁধীনগর: এতদিনে মাইনে ছিল মাসে ৭০,৭২৭। একবারে ৬৪ শতাংশ ইনক্রিমেন্ট, অর্থাৎ মাইনে বেড়ে হল ১.১৬ লাখ টাকা। হ্যাঁ, গুজরাতের বিধায়কদের বেতন ঠিক এভাবেই হাই জাম্প দিল। মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধী দলনেতা পাবেন মাসে ১.৩২ লাখ টাকা। তাঁদের আগে মাইনে ছিল ৮৬,০০০ টাকা অর্থাৎ এ ক্ষেত্রে ইনক্রিমেন্ট ৫৪ শতাংশের মত। এমনিতে বিভিন্ন বিষয়ে সরকার ও বিরোধীদের খেয়োখেয়ির অন্ত নেই। মতৈক্য কদাচিৎ দেখা যায়। কিন্তু বিধায়ক, মন্ত্রীদের মাইনে বাড়ানো নিয়ে গুজরাত বিধানসভায় আনা বিলটি পাশ হয়েছে সর্বসম্মতিতে। ওই বিলে বলা হয়, মাস মাইনে অন্তত ৪৫,০০০ টাকা বাড়াতে হবে। তাতে সবুজ সংকেত দিয়েছে বিধানসভা। ২০১৭ থেকে ধরা হচ্ছে বর্ধিত বেতন, যার মানে এরিয়ার হিসেবে দিতে হবে ৬ কোটি টাকা। করদাতাদের ওপর বার্ষিক ১০ কোটি টাকার অতিরিক্ত ভার চাপল। দ্য সালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ মেম্বার্স, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য গুজরাত অ্যাসেম্বলি, মিনিস্টার্স অ্যান্ড লিডার অফ অপোজিশন লজ (অ্যামেন্ডমেন্ট)বিলটি বিধানসভায় পেশ করেন সংসদ বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী প্রদীপসিন জাদেজা। তিনি বলেন, ২০০৫ সাল থেকে বিধানসভার ১৮২ জন সদস্যের বেতনবৃদ্ধি হয়নি, অথচ অন্যান্য রাজ্যে বিধায়কদের বেতন বেড়েছে চোখে পড়ার মত। উত্তরাখণ্ড, তেলঙ্গানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধায়করা পান মাসে ২.৯১ লাখ, আড়াইলাখ, ২.২৫ লাখ ও ২.১৩ লাখ টাকা করে। শুধু বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও ওড়িশাতেই বিধায়কদের মাইনে তুলনামূলকভাবে কম, এক লাখের অল্প বেশি পান তাঁরা।

from home https://ift.tt/2DmByFQ

No comments:

Post a Comment

Please let me know