meta content='PcpJKOmoday5SZ2ES5Jk' name='bulletprofit'/> Ayyobpatel.bloggr.com: ৪-১ সিরিজ হারলেও দারুণ লড়াই করেছে ভারত, বললেন কোহলি

Followers

৪-১ সিরিজ হারলেও দারুণ লড়াই করেছে ভারত, বললেন কোহলি

<strong>লন্ডন:</strong> ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ হেরেছে ভারত। কিন্তু ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এই ফলাফল দেখলে বোঝা যাবে না যে সিরিজে তাঁর দল কীভাবে লড়াই করেছে। তিনি বলেছেন, ইংল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে। তাই ১-৪ স্কোরলাইন ঠিকই আছে। কিন্তু লর্ডস টেস্ট ছাড়া বাকিগুলিতে আমরা পর্যুদস্ত হয়নি। ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোহলি বলেছেন, আমরা যে রকম ক্রিকেট খেলেছি, তা হয়ত স্কোরকার্ড দেখে বোঝা সম্ভব নয়। কিন্তু দুই দলই জানি, সিরিজে কড়া টক্কর হয়েছিল। কোহলির মতে সিরিজটা টেস্ট ক্রিকেটের একটা ভালো বিজ্ঞাপন হয়ে থাকল। তিনি বলেছেন, দুটি দলই জয়ের লক্ষ্যে খেললে দর্শকরা মাঠে আসবেন এবং খেলা দেখবেন। কোহলি বলেছেন, ইংল্যান্ড পেশাদার দল এবং আমরা বুঝেছি যে, দুই-তিন ওভারেই ম্যাচের দিশা বদলে যেতে পারে। তিনি বলেছেন, ইংল্যান্ডও ড্রয়ের জন্য খেলেনি। ওরাও সাহসী ক্রিকেট খেলেছে এবং আমরাও। তাই এ ধরনের সিরিজে ড্র দেখতে পাওয়া যায় না। শেষ টেস্টে দলের দ্বিতীয় ইনিংস দুই শতরানকারী ব্যাটসম্যান কে এল রাহুল ও ঋষভ পন্তের ভূয়সী প্রশংসা করেছেন। এই দুই তরুণ ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিং ওভাল টেস্টের পঞ্চম তথা চূড়ান্ত দিনে একটা সময় জয়ের স্বপ্ন দেখিয়েছিল ভারতকে। কোহলি বলেছেন, দুই তরুণ খেলোয়াড়কে কৃতিত্ব দিতেই হয়। ওদের জন্য আমি খুবই আনন্দিত এবং ওদের এই খেলা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথাই তুলে ধরেছে। আসলে সিরিজে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। কোহলি বিশেষ করে পন্তের প্রশংসা করেছেনষ পন্ত অভিষেক সিরিজেই তাঁর প্রথম সেঞ্চুরি গতকাল করেছেন। তিনি বলেছেন, পন্ত প্রচুর দৃঢ়তা ও অদম্য মানসিকতার পরিচয় দিয়েছে। আমাদের দলে চরিত্র রয়েছে এবং আমাদের কিছুটা অভিজ্ঞতা প্রয়োজন। সিরিজ হারলেও ভারতীয় দলের অনেক কিছু ইতিবাচক দিক উঠে এসেছে বলেও মন্তব্য করেছেন অধিনায়ক। তিনি বলেছেন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী কালে ভালো ফল করতে হবে।

from home https://ift.tt/2x9LBry

No comments:

Post a Comment

Please let me know